মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ - ১৫:৩৩
আমেরিকার সামনে আত্মসমর্পণ নয়: ইরানের অবস্থান স্পষ্ট

আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকার নীতিগত আচরণ ও মনোভাব এমন যে, তারা আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো সম্পর্ক মেনে নিতে চায় না।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে কিছু মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, “আমরা তো আমেরিকার সামনে আত্মসমর্পণ করিনি, কিন্তু তাই বলে কি চিরকাল তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখতে হবে? আমরা কি অনন্তকাল আমেরিকার বিরোধিতাই করব?”

এই প্রশ্নের জবাবে আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকার নীতিগত আচরণ ও মনোভাব এমন যে, তারা আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো সম্পর্ক মেনে নিতে চায় না। তাদের ঔদ্ধত্যপূর্ণ বা আধিপত্যবাদী স্বভাব (استکباری) প্রতিটি প্রশাসনের মধ্যেই বিদ্যমান। যদিও অনেকে তা প্রকাশ্যে বলেন না, তবে সাম্প্রতিক এক মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন— “ইরানকে আত্মসমর্পণ করতে হবে।”

তিনি বলেন, এই বক্তব্যই আমেরিকার প্রকৃত মনোভাব ও অভ্যন্তরীণ চিন্তাধারার প্রতিফলন। তিনি আরও বলেন, ইরানের মতো একটি সচেতন, শক্তিশালী ও ঐতিহ্যবাহী জাতির কাছে আত্মসমর্পণ মানে নিজস্ব মর্যাদা, জ্ঞানচর্চা ও স্বাধীনচেতা মনোভাব বিসর্জন দেওয়া— যা এই জাতির ইতিহাস ও সংস্কৃতির পরিপন্থী।

ইরানের বিপুল তরুণ জনগোষ্ঠী, জ্ঞান ও উদ্ভাবনের শক্তি, এবং স্বাধীনচেতা জাতিসত্তা— সবই প্রমাণ করে যে, দেশটি কোনোভাবেই পরাধীনতা মেনে নিতে প্রস্তুত নয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha